Admit Wave একটি Ed Tech প্লাটফর্ম যেখানে শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে এডমিশন প্রস্তুতি নিতে পারে। আমাদের দেশের প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর সব শিক্ষার্থীই স্বপ্ন দেখে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। কেননা একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান তাদের জীবনের লক্ষ্য অর্জনে একটি ভিত্তি স্থাপন করতে সাহায্য করে। তাই উচ্চ মাধ্যমিকের পর এই কয়েকটি মাস একজন শিক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে বিবেচিত হয়। 

কিন্তু আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীই উচ্চ মাধ্যমিকের পর একটি মানসম্মত এডমিশন প্রস্তুতির প্লাটফর্ম এবং সঠিক গাইডলাইনের অভাব বোধ করে। শহরাঞ্চল গুলিতে অনেক বিকল্প থাকলেও দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা এসব আধুনিক ও মানসম্মত এডমিশন প্রস্তুতি থেকে অনেকটা বঞ্চিত। আবার কোচিং এর উচ্চ ফি বহন করা, শহরে থেকে একটি ভালো কোচিং এ পড়ার সুযোগ সবার হয়ে উঠে না। 

তাই আমরা প্রয়োজন অনুভব করেছি এমন একটি প্লাটফর্মের যেখানে দেশের সকল প্রান্তের এডমিশন প্রার্থীরা একটি প্লাটফর্মেই – 

এবং সর্বোপরি একটি সঠিক গাইডলাইন এবং সার্বক্ষণিক সাপোর্ট পাবে নিজের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নকে সত্যি করতে। তাই আমরা নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে আধুনিক অনলাইনে Admission Preparation নেওয়ার প্লাটর্ম। যেখানে এক অ্যাপেই শিক্ষার্থীরা সকল এডমিশন প্রস্তুতি নিতে পারবে। যেমন:

আর Admit Wave এ এডমিশন প্রস্তুতির এই খরচটিকে আমরা রেখেছি একদম হাতের নাগালে যেখানে শিক্ষার্থীরা ২০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে আমাদের অ্যাপে নিজের পছন্দ মতো প্যাকেজ তৈরি করে প্রস্তুতি নিতে পারবে। আমরা বিশ্বাস করি Admit Wave থাকতে স্বপ্নের ক্যাম্পাসে চান্স পাওয়ার স্বপ্ন পূরণে কেও আর পিছিয়ে থাকবে না।